
মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় শীর্ষ ইয়াবা কারবারি মোঃ রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশেষ অভিযানে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম এর নেতৃত্বে এএসআই কামরুল হাসান ও মফিজুল ইসলাম সরকার তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল (৩৪) কে ৩০ পিস ইয়াবাসহ নগদ ২৩,২০০ টাকা আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোঃ রুবেলকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং যুবসমাজকে ধ্বংস করছে । গ্রেপ্তারকৃত মোঃ রুবেল তেতৈয়া গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, শীর্ষ মাদক কারবারি মোঃ রুবেলকে ইয়াবা সহ নগদ ২৩ হাজার ২০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কচুয়া থানায়-২৪/২৫৪ ধারা-৩৬(১) সারণির একটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।