
মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি
আমরা চাই যে আগামী নির্বাচন আমাদের গনতন্ত্রের উত্তরনের পথকে সুগম করে দিচ্ছে, একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবার মতো উপযুক্ত ভিত্তি তৈরি করবে। যারা এই রকম পথে থাকবে আমরা তাদের সাথে থাকবো, আমরা তাদের পক্ষে ক্যাম্পিন করবো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে উপজেলা ও পৌর নাগরিক ঐক্যের গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের চাঁদপুর জেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কানের সভাপতিত্বে ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি ও নাগরিক ঐক্যের সদস্য নাসিমা আক্তার সোমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষেরুল ইসলাম নবাব, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সাহনাজ হক রানুসহ আরো অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান।
এসময় কচুয়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক ঐক্যের উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।