
কামারখন্দ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জর কামারখন্দে ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মেদ সুমন পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকেরা হলেন- বেলকুচি উপজেলার চদনগাঁতী গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মো. আলম মণ্ডল (২৮), বয়রাবাড়ী গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে মো. ফজলুল হক (৩৪), দেলুয়াকান্দি গ্রামের গোলাম মোওলানার ছেলে মো. ওমর ফারুক (২২) ও উত্তর চন্দনগাঁতী গ্রামের গোলাম আজমের ছেলে আ. আওয়াল (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চৌবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পাশের মা ষ্টোর নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ওই চার যুবকের কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল সেট এবং ৬৮০ টাকাসহ আটক করা হয়।
এ ব্যাপার উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়।