তেঁতুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১, আহত-২

আহসান হাবিব তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:  

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত মুসা তিরনইহাট ইউপির  খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।

স্থানীয়রা জানায়, রাতে মুসাসহ তিনজন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালমারী পর্যন্ত এলে সড়কে শিয়ালের সাথে ধাক্কা লাগলে বিপরীতমুখী এক ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রæত তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মুসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুসা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যয়নরত ও একজন রক্তযোদ্ধা ছিলেন। দুই মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শাপলা বøাড ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিন্টু জানান, তৌসিফ খান মুসা একজন রক্তযোদ্ধা ছিলেন। তিনি রক্ত দিয়ে অনেক মানুষের প্রান বাচিয়েছেন। তার এরকম মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা সংগঠনের পক্ষ হতে গভীর শোক প্রকাশের সাথে আল্লাহ তা’আলা তার পরিবারকে এ শোক সইবার শক্তি দিক।

সাবেক উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান বলেন, মুসা খুব ভালো একজন ছেলে। রক্তযোদ্ধা ছিলো। সে অনেক মানুষকে রক্ত দান করেছে। সড়ক দূর্ঘটনায় মৃত্যু হবে ভাবতে পারছি না। আল্লাহপাক তার পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন ।  

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, রোববার রাতে বোয়ালমারী এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আমার ইউনিয়নের মুসা নামের ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় একজন মারা গেছেন। সাথে শিয়ালটিও মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial