ঢাকাগামী বাসে কঙ্কাল ভর্তি ব্যাগ, ভালুকায় পুলিশের অভিযানে ফাঁস পাচার চক্রের গোপন রহস্য

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সড়কপথে মানব কঙ্কাল পাচারের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটিত হয়েছে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাথার খুলি ও হাড়সহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।
ঘটনাটি ঘটে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি ঢাকাগামী বাসে সন্দেহজনক একটি সাদা-কালো ট্রাভেল ব্যাগ দেখতে পান কর্মকর্তারা।
ব্যাগের মালিক দাবি করেন, ভেতরে অর্জুন গাছের ছাল রয়েছে। তবে ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতর রয়েছে ৩টি মানুষের মাথার খুলি, ২৮টি বড় হাড়, একটি মেরুদণ্ড এবং বিভিন্ন অংশের প্রায় ৫০টি হাড়ের টুকরা।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় — ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন (৪৮) এবং শেরপুরের আলমগীর হোসেন (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা শেরপুর জেলার বিভিন্ন কবরস্থান থেকে এসব কঙ্কাল সংগ্রহ করে ঢাকায় পাচার করছিলেন।
পুলিশ জানিয়েছে, এ চক্রের বিরুদ্ধে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন ও সংরক্ষণ আইন ১৯৯৯-এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বলেন, ‘‘এটি একটি সুসংগঠিত পাচারকারী চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।’’
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, চক্রটি ঢাকায় কঙ্কাল সরবরাহ করে বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে।
মানব কঙ্কাল পাচারের এমন ঘটনা সচেতন মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, কবরস্থান ও গণকবরে নজরদারি আরও জোরদার না হলে এই ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial