
তামজিদ রিয়াল কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জন আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার এক গ্রামে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি আসামিরা এখনও পলাতক। এ ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা নিংধা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
অপরদিকে একই সময় কামারখন্দ সরকারি হাটখোলা আলী কলেজ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
এছাড়াও কামারখন্দ স্থানীয় উলামা ঐক্য পরিষদের উদ্যোগে গোইল এলাকায় আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।