পারভেজ হত্যা, সেই দুই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার এ তথ্য জানান। একইসঙ্গে পারভেজের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত দুই ছাত্রী হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ এপ্রিল বিকেল পারভেজ ও তার বন্ধুরা পরীক্ষা শেষে হাসি-ঠাট্টা করছিলেন। পেছনে দাঁড়িয়ে থাকা ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ও তাদের বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসা হলেও পরে পারভেজকে ছুরিকাঘাত করা হয়। তবে মীমাংসার পরেও বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে তারা পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। সব মিলিয়ে হামলাকারী ১৫-২০ জন ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের নাম জানা গেছে। এর মধ্যে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে সোমবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা ৭ দিনের রিমান্ডে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial