ধামইরহাট সীমান্তে বিপুল পরিমান মাদক আটক করেছে বিজিবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র আওতাধীন বস্তাবর কোম্পানি ও কালুপাড়া বিজিবি। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ এপ্রিল ভোর ৬ টায় বস্তাবর বিওপি টহল কমান্ডার নায়েক ইয়াদ আলীর নেতৃত্ব একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮ এমপি হতে আনুমানিক ২কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন  চকযাদু গ্রামে অভিযান চালিয়ে গ্রামের ইটের সলিং রাস্তা থেকে ২৬০ পিস নেশা জাতীয় টাপেন্টডল ট্যাবলেট সহ ২জন চোরা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোরা কারবারিরা  চকযদু গ্রামের খাতের আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০) এবং উদয়শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৯)। এবিষয়ে থানায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে ৪ এপ্রিল ২ঃ৪০মিঃ পত্নীতলা বিজিবি অধিনস্ত কালুপাড়া বিওপি কমান্ডার আইয়ুব আলীর নেতৃত্বে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/১০ এস হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশেন অভ্যন্তরে  অভিযান চালিয়ে আলতাদিঘী গ্রামের মাঠের ধানক্ষেত থেকে মালিকবিহীন ২৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৪ হাজার ৪শত টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীান্তে গরু,মাদক অবৈধ পারাপার সহ চোরাচালান বিরোধি অভিযান সহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন বিপিজিএম,বিপিজিএমএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial