ধামইরহাট ( নওগা প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ০১ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধামইরহাট প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচন শেষে সমবায়ী সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার হারু রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়া রহমান বিশেষ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ,ইশ্বর মার্ডী সহ বিভিন্ন সমবায়ী সদস্য বৃন্দ প্রমুখ।