
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:-
*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁর ধামইরহাট সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক করেছে ।
গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদ ভিত্তিতে কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ রেজোয়ান হোসেন(২৫), পিতা-মোঃ ইয়াসিন হোসেন, গ্রাম-কালুপাড়া, পোষ্ট-জগদল, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাকারবারীকে তাৎক্ষনিক ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন (যাহার মামলা নং-০৩, তারিখ ২৯ অক্টোবর ২০২৫)। সর্বমোট সিজার মূল্য-১০,০০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।