চট্টগ্রামে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় যা বললেন শিবির সভাপতি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুজনকে গত ৩ মার্চ পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই দুজনের গুলিতে স্থানীয় পাঁচ বাসিন্দা আহত হন।

পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে আজ বুধবার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ওই পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রামে দুজনকে পিটিয়ে হত্যা করা হলো। তারা কোন দলের কর্মী কিংবা সমর্থক এই পরিচয়ের চেয়েও তারা যে মানুষ এটা কি বড় বিষয় নয়? তারা যদি কোনো অপরাধে সম্পৃক্তও থাকে, তবুও কি সন্ত্রাসী কায়দায় তাদের হত্যা করা জায়েজ? রাষ্ট্রের আইন-প্রশাসন কী করে? তাদের একজন জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত ঘটনা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

তিনি আরো বলেন, যারা আগামী দিনে ক্ষমতায় যাবেন, সেই মূল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিচারবহির্ভূত হত্যা নিয়ে কোনো কথা নেই। কতটা দলকানা গোষ্ঠী এ দেশ পরিচালনা করেছে ও ভবিষ্যতে করবে তা সহজে অনুমেয়। কথিত সুশীলরাও নীরব, কারণ যারা মারা গিয়েছে তারা হয়তো শাহবাগি নয়। এভাবেই চলছে দেশ।

আমাদের সমাজে মানুষের চেয়েও রাজনীতিবিদের সংখ্যাই বেশি। আমাদের মানুষ হয়ে ওঠা বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial