বেলকুচিতে বেকার যুবক ও নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

তামজিদ রিয়াল , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য “ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল); জনাবা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি; এবং জনাব মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইন-চার্জ, বেলকুচি থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বেলকুচি।
সঞ্চালনায় ছিলেন জনাব দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বেলকুচি।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার যুব সমাজকে স্বনির্ভর ও কর্মমুখী করে তুলতে দেশে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ
সহযোগিতায়: উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিস, বেলকুচি, সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial