যেখানে আদর্শ নেই, সেখানে রাজনীতি হয় ক্ষমতার খেলা: রাজিয়া সুলতানা রাজু

বিশেষ প্রতিনিধি:

যেখানে আদর্শ নেই, সেখানে রাজনীতি হয় ক্ষমতার খেলা,

এমন মন্তব্য করেছেন জাকের পার্টি ছাত্রীফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া সুলতানা রাজু।

তিনি বলেন,
আজকের রাজনীতিতে আদর্শ, নীতি ও নৈতিকতার ঘাটতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
রাজনীতি হয়ে পড়েছে ক্ষমতা দখলের প্রতিযোগিতা, যেখানে জনগণের কল্যাণ নয়— বরং ব্যক্তিস্বার্থই প্রাধান্য পাচ্ছে।

রাজিয়া সুলতানা রাজু বলেন,
জাকের পার্টি বিশ্বাস করে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়,
রাজনীতি হলো সেবা, ত্যাগ ও মানবকল্যাণের এক মহান আদর্শ।
যে রাজনীতি মানুষকে একত্র করে, শান্তি ও সম্প্রীতির পথে নিয়ে যায়—
সেই রাজনীতিকেই দেশে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন,
আজকের তরুণ প্রজন্মকে বিভ্রান্তি ও নেতিবাচক রাজনীতির বাইরে এসে
আদর্শভিত্তিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন রাজনীতির পথে হাঁটতে হবে।
কারণ, শিক্ষিত ও সচেতন তরুণরাই পারে একটি ন্যায্য ও কল্যাণভিত্তিক সমাজ গড়তে।

সভানেত্রী রাজিয়া সুলতানা রাজু সকল ছাত্রী ও তরুণ সমাজকে আহ্বান জানান—
দেশের উন্নয়ন, শান্তি ও মানবকল্যাণে সক্রিয় ভূমিকা রাখার জন্য
জাকের পার্টির কল্যাণমুখী আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial