
ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি :
আজ ২০শে ফেব্রুয়ারী সকাল সাতটা নাগাদ পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন সংলগ্ন বাইপাস সড়কে একটি মাইক্রোবাস উল্টে আহত হয় অনেকেই।
জানা যায়, মাইক্রোবাসটি পটিয়া রশিদাবাদ থেকে মাইজভান্ডারের উদ্দেশ্যে রওনা হয়। দূর্ভাগ্যবশত তা দুর্ঘটনার শিকার হয়। সাথে সাথে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান। যাএীদের তেমন ক্ষতি হয়নি বলে জানান পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ভোররাতে লবণ বহনকারী ট্রাক যাতায়াত করায় রাস্তা পিচ্ছিল হয়ে থাকে যায় কারণে এমন দূর্ঘটনা প্রায়ই হয়।