দিনাজপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট পৌরশহরের গাইবান্ধা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাজাহান আলী শ্যামের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ(ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগষ্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial