ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে পথসভা

 

ইমতিয়াজ উদ্দীন, প্রতিনিধি:

একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি থেকে সবার জীবন-ধর্ম-দেশ-গণতন্ত্র-মানবাধিকার রক্ষায়
মানবতার রাষ্ট্রের লক্ষে- আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৩টায়, লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মানবতার রাজনীতি মহাসমাবেশ”

এনিয়ে আজ ১৯ ফেব্রুয়ারী ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার নেতা কর্মীরা আমানত শাহ (রঃ) মাজার গেইট হয়ে লালদিঘি এলাকা পথসভা করেন এবং পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সমাবেশে লিফলেট বিতরণ করেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিনাশী গ্রাস থেকে আমরা সব মানুষ নিজেদের অস্তিত্ব, নিজেদের জীবন, নিজেদের জীবনের স্বাধীনতা, নিজেদের ধর্ম, নিজেদের রাষ্ট্র বাঁচাতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ভিত্তিক আমরা সব মানবিক মানুষের একমাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial