পানছড়িতে লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী ভারতবর্ষ পাড়া এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) সকাল ১১ টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভারতবর্ষ কারবারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া ( পিএসসি, এএসসি)’র উপস্থিতিতে অসহায় ও হতদরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন । এছাড়াও কচুছড়িমুখ, বৌদ্ধমনিপাড়া, ওয়াইনথং ও নাড়াইছড়ি বিওপি কমান্ডারগণ দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও হতদরিদ্র ১০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসময় জোন কমান্ডার বলেন,পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। আর্ত মানবতার এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial