গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি বাজাজ প্লাটিনা চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুইজন চোরকে আটক

পটুয়াখালী প্রতিনিধি
হাসিবুর রহমান স্বাধীন

গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি বাজাজ প্লাটিনা চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুইজন চোরকে আটক

শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উত্তর চরবিশ্বাস গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র মো. কাওসারের (২৭) একটি মোটরসাইকেল চুরি হয়। এছাড়া, গত ২২ জানুয়ারি চরবিশ্বাস বাজার থেকে নাজিম উদ্দিন নামে আরেক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এসব ঘটনার পর চরকাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে বোরহান উদ্দিন হাওলাদার (৪০) নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে অপর সহযোগী মো. হাসানকে (৩৫) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চরকাজলের বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলামের পুত্র মো. হাসানের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজই আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সম্পত্তি সুরক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial