সোহরাওয়ার্দী কলেজে ছাত্র অধিকার পরিষদের নতুন আংশিক কমিটি গঠন

সানজিদা আক্তার সিজা, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
দীর্ঘদিন পর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংগঠনটির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. গোলাম আকবারকে সভাপতি এবং মিনার রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রাকিব হোসেন, আবু কাওসার সোহাগ, নিলয় আলঙ্গীর ও আব্দুল কাদের।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. মকবুল হোসেন, আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খাইরুল মাহমুদ, জুবায়ের হোসেন ও রাজু আহমেদ।
দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক রিফাত, অর্থ সম্পাদক আলামিন ইসলাম এবং জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রতন মিয়া।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে নবনির্বাচিত সভাপতি মো. গোলাম আকবার তার বক্তব্যে জানান,
“২০১৯ সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও নানা হুমকি ও হামলার মুখেও সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যাম্পাসে নতুন কমিটি গঠিত হয়েছে। আগের মতোই ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাবে”।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মিনার রহমানও নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে তার বক্তব্যে জানান,”কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু, অনেক বাঁধাকে উপেক্ষা করে আমাদের এ পথচলা। সোহরাওয়ার্দী কলেজের নতুন কমিটি প্রকাশ হওয়ায় পর এটাকে অনেক ইতিবাচক ভাবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন পুরোনো ধারা অব্যাহত থাকবে কিনা। আপনারা নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা রাখেন —আমারা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে এবং রাজনৈতিক সহিংসতা থেকে দূরে রাখতে পারি”।
শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে তাদের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের নেতৃত্ব গড়ে তুলবো আদর্শ ও কর্মদক্ষতার ভিত্তিতে পরিচালিত হবে আমাদের কার্যক্রম , দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial