
আহসান হাবিব তেঁতুলিয়া প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কর হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব। উদ্বোধনী এ ম্যাচে ০১-০০ গোলে সন্ধানী যুব সংঘ বিজয় লাভ করে।
অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঞ্চালনায় তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মু্িক্তযোদ্ধা সফিজউদ্দীনসহ ইউনিয়নটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে এ ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের স্মৃতিকে ধরে রাখতে এই চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে
১৬টি দল অংশ গ্রহণ করবে। স্বাগতিক দল হিসেবে উদ্বোধনী ম্যাচে মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব অংশ গ্রহণ করে।
খেলাটি দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।