ঝিকরগাছা থানার নতুন ওসি নূর মোহাম্মদ গাজী

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ গাজী। তিনি সদ্য এ থানায় যোগদান করেছেন। দায়িত্বগ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

নূর মোহাম্মদ গাজী বলেন, “ঝিকরগাছা থানার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এই কাজে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অত্র এলাকায় সংঘটিত যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অপরিহার্য। আমরা সবাই মিলে ঝিকরগাছাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।”

জানা গেছে, নূর মোহাম্মদ গাজী এর আগে বিভিন্ন থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। থানায় তার যোগদানে এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে আশাবাদ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial