সৃষ্টির সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মধ্যবিত্তদের মাঝে নামমাত্র মুল্যে শাড়ি লুঙ্গি বিতরণ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

 

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৫এপ্রিল) বিকাল ৫টায় “সৃষ্টির সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে নামমাত্র মুল্যে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা এস, কে ক্লিনিক এর পরিচালক ও সৃষ্টির সেবা ফাউন্ডেশন এর সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভাপতি তার বক্তব্যে বলেন, সমাজের কিছু মানুষ তার সমস্যার কথা কাউকে বলতে পারেনা। সৃষ্টির সেবা ফাউন্ডেশন সেই সব মানুষের পাশে দাঁড়াতে চায়। নামমাত্র মুল্যে স্বাস্থ্য সেবা পেতে অসহায় মানুষকে তার প্রতিষ্ঠানে যেতে বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক, পানিসারা গ্রামের কৃতি সন্তান মীর ফারুখ আহম্মদ। তিনি তার বক্তব্যে সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, কুলিয়া সিদ্দকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান লাল্টু, নারাঙ্গালি গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, কবীর আহমেদ, শাহাবুদ্দিন হোসেন, মাস্টার আব্দুল কাদের, আবুল হাসান সহ আরও অনেকে। সার্বিক সহযোগিতা করেন কুলিয়া গ্রামের কৃতি সন্তান, সাদা মনের মানুষ সায়েদ আলী। অনুষ্ঠানে ৫৫ জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial