নরসিংদীতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে মো. আমির হোসেন সরকার (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় আলোকবালী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মো. আমির হোসেন সরকার আলোকবালী উত্তর পাড়া গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। নিহত আমির হোসেন সরকার ছাত্রজীবনে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন।

গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতেন। সোমবার (২১ এপ্রিল) তার বড় ভাই প্রবাস থেকে বাড়িতে আসে।

মঙ্গলবার সকালে আমির হোসেন সরকার তার বড় ভাইকে দেখতে আলোকবালী উত্তরপাড়ার বাড়িতে আসেন। পরে আমিরের ফিরে আসার বিষয়টি টের পেয়ে দুবৃর্ত্তরা তার বাড়িতে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়।

স্বজনরা আহত অবস্থায় আমির হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, ‘হাসপাতালে পৌঁছার আগেই ওনার মৃত্যু হয়েছে।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘আলোকবালী উত্তর পাড়ায় গণ্ডগোল হয়েছে জানতে পেরে ওসি (তদন্ত) সামিউল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি আমি পরে হাসপাতালের মাধ্যমে জানতে পেরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial