ছেলের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মা খুন

ছেলের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মা খুন
চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শিউলী বেগম (৪২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে এ ঘটনা ঘটে। শিউলী বেগম জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।

গৃহবধূকে ছুরিকাঘাতকারী যুবক আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভী (১৮)। ঘটনার পর থেকে আলভী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। ছেলে শামীমের (১২) সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে আলভীর ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এর একপর্যায়ে তাহসিন পাথর ছুড়ে শামীমের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর আলভীর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ভিকটিমের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় শিউলিকে পেটে ছুরিকাঘাত করেন আলভী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial