কচুয়ায় ধর্ষিতার সন্তান জোবায়ের পিতৃপরিচয় পাওয়ার আগেই মৃত্যু ধর্ষক গ্রেফতার

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের কচুয়ায় ধর্ষিতার শিশু জোবাইর হোসেন মাহি(৩মাস) পিতৃপরিচয় বা অধিকার পাওয়ার আগেই কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কড়াইয়া ইউনিয়নে মনোহরপুর গ্রামের মেহের আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

এঘটনায় কচুয়া থানায় কিশোরী মা বাদী হয়ে অভিযোগ দেওয়ার সাথে সাথেই কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম দ্রুত মামলা নিয়ে ধর্ষন মামলায়  ১নং এজাহারভুক্ত আসামি মনোহরপুর গ্রামের একই বাড়ির মফিজুল ইসলামের ছেলে মজিবুল বাসার(২৪)কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বড়ুরা উপজেলার আড্ডা এলাকায় এস আই মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে।

কচুয়া থানায় মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৩ এপ্রিল বিকেলে মনোহরপুর গ্রামের মেহের আলী হাজী বাড়ির মফিজুল ইসলামের ছেলে ধর্ষক মজিবুল বাসার ছদ্ধ নাম সুমি (১৩) কিশোরীকে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।  কিশোরীকে ধর্ষণ করার ফলে অস্বাভাবিক পেট ফুলা দেখে কিশোরী পরিবার ঘটনা সম্পর্কে জানতে পারে। ঘটনা জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশী বৈঠকের মাধ্যমে ধর্ষনের স্বীকারোক্তি দেয় ধর্ষক মজিবুল বাসার। ওই সালিশী বৈঠকে কিশোরী পূর্ণ বয়স্ক না হওয়ায় ১ বছর পর দুজনেই বিবাহ আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযোগে আরো জানা যায় গত ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কিশোরীর প্রসবের ব্যথা অনুভব হলে কচুয়া উপজেলা প্রাইভেট হাসপাতালে জোবায়ের হোসেন মাহি জন্মগ্রহণ করে।

শিশু জোবায়ের হোসেন মাহির জন্মগ্রহণ পর  থেকে অসুস্থতা ভোগছিলো । এদিকে সালিশী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পিতৃপরিচয় ও অসুস্থ শিশুর চিকিৎসা খরচ দেওয়ার জন্য ধর্ষক মজিবুল বাসারকে বিবাহর কথা বললে সে অস্বীকার করে। দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে পিতৃপরিচয় ও পিতার অধিকার পাওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় পহেলা এপ্রিল মঙ্গলবার রাতে শিশু জোবায়ের হোসেন মাহির মৃত্যু।

এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতার মা নাছিমা বেগম কচুয়া থানায় ধর্ষক মজিবুল বাসারসহ ৫ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial