“মানবিক ও সামাজিক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫”

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৮নং চেংমারী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আওতাধীন ধোপাকোল গ্রামের তরুণদের যৌথ উদ্যোগে মানবতার কল্যাণে ও সুশীল সমাজ গঠনে ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয় “মানবিক ও সামাজিক যুব উন্নয়ন ক্লাব।”

যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশনভুক্ত (রংপুর-৮২; মিঠাপুকুর-১০) মানবিক ও সামাজিক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে প্রতিবছর উল্লিখিত ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষ্যে আজ সকাল ১০ ঘটিকা হতে টোকরাই হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম সেলিম (স্বত্বাধিকারী, লিলি কেমিক্যাল কোম্পানি, ঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক শাহ (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মিঠাপুকুর); জনাব মোঃ আল মাসুদ মিল্টন (সিনিয়র প্রভাষক, রাণীপুকুর স্কুল এন্ড কলেজ, মিঠাপুকুর); জনাব মোঃ রুহুল আমিন (প্রধান শিক্ষক, টোকরাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়); জনাব মোঃ মনছুর আহাম্মেদ (প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক, মিঠাপুকুর শাখা), জনাব আমিন মোঃ আব্দুল মোন্নাফ (সভাপতি, মিঠাপুকুর আমিন কল্যান সমিতি); জনাব মোঃ নজরুল ইসলাম (প্রদর্শক, শুকুরের হাট ডিগ্রি কলেজ, মিঠাপুকুর); জনাব মোঃ এমদাদুল হক ( সহকারী শিক্ষক, ময়েনপুর উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর); জনাব মোঃ রওশন-উল আলম হিটলার ( সহ-শিল্প বিষয়ক সম্পাদক, জেলা যুবদল,রংপুর); জনাব মোঃ আবু রায়হান ( ব্র্যাক কর্মকর্তা); জনাব মোঃ মাহিদুল ইসলাম লিটন ( লাইনম্যান গ্রেড-১, দিনাজপুর পবিস)।

সভাপতির আসন অলংকৃত করেন জনাব মোঃ মাহবুবুর রহমান (সহকারী অধ্যাপক, বালারহাট আদর্শ ডিগ্রি কলেজ, মিঠাপুকুর, রংপুর)।

অতিথিবৃন্দের সমাপনী বক্তব্য ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনীর মধ্য দিয়ে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial