ছাতকে জলমহাল দখলের অপচেষ্টা, পাহারাদারসহ ৫ জন জিম্মি থানায় লিখিত অভিযোগ

সুমন আহমদ সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জে ছাতকে সরকারি ইজারাকৃত জলমহাল থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা এবং সমিতির পাহারাদারসহ পাঁচজনকে জিম্মি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রংধনু মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।অভিযোগকারী দক্ষিণ খুরমা ইউনিয়নের রামচন্দ্রপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত দীরেন্দ্র দাসের পুত্র ধরনী দাস জানান, সমিতি ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত তিন বছরের মেয়াদে জলমহালটি ইজারা নিয়ে পরিচালনা করছে। নিয়ম মানা সত্ত্বেও বিবাদীরা শুরু থেকেই মৎস্য আহরণে বাধা সৃষ্টি করছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।গত ২৫ অক্টোবর সন্ধ্যায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা সমিতির সদস্যদের মারধর করে প্রায় চার লাখ টাকা মূল্যের দুইটি ঝাঁপ জাল ছিনিয়ে নেয় এবং পাহারাদারসহ পাঁচজনকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ আছে।ঘটনার পর থেকে সমিতির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জলমহালে নামার সাহস পাচ্ছেন না।
ছাতক থানার ইনচার্জ অফিসার মোঃ সফিকুল ইসলাম খাঁন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial