শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ঈদের আনন্দের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial