ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণের হুমকি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘটনায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রী।

সংবাদ সম্মেলনে আমতলী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতিমা তুজ জোহরা মৈতি জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ইমরান খান ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালান। বিষয়টি নিয়ে ১৫ মার্চ আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। তবে ১৬ মার্চ সন্ধ্যায় ইমরান খান ও তার সহযোগিরা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ফাতিমা।

পরে তিনি আদালতে মামলা করেন। এরপর আদালত আমতলী থানাকে তা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. রিয়াজ মুন্সি ইমরান খানের অপকর্মে সহযোগিতা করে আসছেন। তিনি এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ফাতিমা তুজ জোহরা মৈতি।

অভিযোগের বিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial