ছাত্রদল নেতার দেহ তল্লাশি করতেই বেরিয়ে এলো হেরোইন

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার পর আদালতে পাঠায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী ওসি ছানোয়ার হোসেন।

গ্রেপ্তাররা হলেন, পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের ছেলে নালিতাবাড়ি শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশরাফ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে নাজমুল হক (২৭)।

সূত্র জানায়, পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial