
জাহাঙ্গীর আলম, বাজিতপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বাজিতপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ কর্মীসম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু।
সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিওল্লাহ রাব্বানী তৌকি এবং সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক আহসানুজ্জামান নাসির, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব কাউছার আহামেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি ভূঁইয়াসহ উপজেলার ১১ ইউনিয়নের শত শত নেতাকর্মী।
বক্তারা বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তারাই স্বেচ্ছাসেবক দলের কমিটিতে অগ্রাধিকার পাবেন।