মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন একই কোম্পানির শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

সড়ক অবরোধের কারণে তেজগাঁওসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial