
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আজ মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই অভিযান, যেখানে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে সক্রিয় থাকা দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরকারি ওষুধ সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিলেন। একই সঙ্গে উন্নত চিকিৎসা ও পরীক্ষার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, তারা রোগীদের নানা কৌশলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশনভিত্তিক অর্থ আয় করতেন। এ চক্রের কারণে হাসপাতালের সেবার মান ব্যাহত হচ্ছিল এবং সাধারণ রোগীরা চরম হয়রানির শিকার হচ্ছিলেন।
র্যাব-১৪ এর অধিনায়ক এক প্রেস ব্রিফিংয়ে জানান, “দালালদের এই চক্র হাসপাতালের সেবা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছিল। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চিকিৎসা অধিকার নিশ্চিত ও সেবার মান উন্নয়নে র্যাব সদা প্রস্তুত।”
এছাড়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং জেলা প্রশাসন এই উদ্যোগের জন্য র্যাব-১৪ কে ধন্যবাদ জানান। তারা বলেন, “রোগীদের হয়রানি বন্ধ এবং সেবা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয়। আশা করছি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই অভিযান ময়মনসিংহের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতালমুখী সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।