
রিপোর্ট: সিয়াম তালুকদার মাহিদ
কুমিল্লা জেলার দাউদকান্দিতে মা,দ,ক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলাতে পশ্চিম হাউদ্দি গ্রামের বিশিষ্ট মাদক ব্যবসায়ী ডালিম নিজ হাতে নিশংসভাবে খু,ন করেছেন পূর্ব হাউদ্দির বাসিন্দা আল-আমিনকে।
স্থানীয় এলাকাবাসী জানান দুপুর আনুমানিক ১২ টা নাগ মাদক ব্যবসায়ী ডালিম, আল আমিনকে নির্মাণাধীন মসজিদের কাজ করা কালীন কাজ থেকে ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তার পাশে নিশংস ভাবে মারধর করে ফেলে রেখে যান।
সেই সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী আল আমিনকে উদ্ধার করে তার বাড়িতে দিয়ে আসেন বাড়িতে যাওয়ার ঘন্টা দুয়েক পর আল আমিনের শারীরিক অবস্থার অবনতি দেখে তার পরিবার গৌরীপুর সরকারি হসপিটাল এ নিয়ে যান
হসপিটালে ভর্তি করানোর পর সেখানে কর্মরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মাঝে চাঞ্চলের সৃষ্টি হয়।
স্থানীয় এলাকাবাসীর দাবি এই জঘন্য অপরাধের জন্য আমরা আল-আমিনের পক্ষে ন্যায়বিচার দাবি জানাচ্ছি। যাতে করে আর কোনো নিরপরাধের জীবন যেন এভাবে না ঝরে যায়, তা নিশ্চিত করতে হত্যাকারী ডালিমের কঠোরতম শাস্তি চেয়ে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আল-আমিন হত্যার বিচার চায় স্থানীয় এলাকাবাসী।