
রিপোর্ট: সিয়াম তালুকদার মাহিদ
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত, বাবু ও সুলতান হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে রাজধানীর ঢাকা গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েদ চৌধুরী।
ওসি জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই মামলার প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।