
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ (১ অক্টোবর) থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।
হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করেছে। হাইকমিশনের নতুন ঠিকানা হলো- বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।
যোগাযোগের জন্য ফোন: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd
সূত্র ; বার্তা বাজার