
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে পুজো মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
২৯ শে সেপ্টেম্বর সোমবার সন্ধায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল ধামইরহাটের পুজো মন্ডপ গুলো পরিদর্শন করেন। সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তার ধারাবাহিকতায় ধামইরহাট উপজেলায় মোট ৩২ টি পুজো মন্ডপের মধ্যে পৌর সভায় ৭ টি এবং ৮টি ইউনিয়নে ২৫ টি পুজো মন্ডপ গুলোতে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। টিএন্ডটি পুজো উদযাপন কমিটির সদস্য বৃন্দ ফুলের তোড়া দিয়ে বরন করেন জেলা প্রশাসক মহোদয়কে। এ সময় জেলা প্রশাসকের সংগে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) জেসমিন আকতার, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী,ধামইরহাট থানার ওসি জাফর ইমাম, পুজো উদযাপন কমিটির সভাপতি মহেশ পাল
প্রমুখ। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করার জন্য আইন শৃংখলা বাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দেন ।