পবিপ্রবিতে ‎বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি, সফিকুল ইসলাম:
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৪-২৫ বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরন করে নেওয়া হয়।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর পবিপ্রবি কৃষি কনফারেন্স কক্ষে উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা। যেখানে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় । বিশ্ববিদ্যালয়ের বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মেধাবিকাশের প্রতীক হয়ে এই অনুষ্ঠানটি পরিণত হয় নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর মিলনমেলায়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইকোনমিক্স ও সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মামুন উর রশীদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মেহেদী হাসান সিকদার।
আরোও উপস্থিত ছিলেন উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহামুদ, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ অধ্যাপক ড. মোঃ সামসুজ্জোহা, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরা, ডিজেস্টার এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এর সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম সজিব , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল জাহিদ জীম, উপ রেজিস্ট্রার মোঃ ইলিয়াস উদ্দিন হাওলাদার, সহকারী রেজিস্ট্রার মোঃ কবির সিকদার এবং এছাড়াও বরিশালের নানা অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বদিউজ্জামান বলেন,“নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করবে। শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নয়, মানবিক গুণাবলী অর্জনের মধ্য দিয়েই তারা সমাজ ও জাতিকে আলোকিত করতে পারবে।”
‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম বলেন,“শিক্ষার্থীরাই একটি জাতির মেরুদণ্ড। তোমরা যারা আজ নবীন হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রথম পদার্পণ করলে, তোমরাই আগামী দিনের পথপ্রদর্শক। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় হলো মেধা ও মননের সমন্বয়ে একজন আদর্শ মানুষ তৈরির পাঠশালা। এখানে অর্জিত শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগামী দিনে তোমাদের প্রতিভা ও নেতৃত্ব দেশের উন্নয়নে দিকনির্দেশক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
‎এ সময় তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন,“আমি যখন ছাত্র ছিলাম, তখন স্বপ্ন দেখতাম কিভাবে নিজেকে গড়ে তোলা যায়। সেই সময়ে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছি। আজ তোমাদের সেই স্বপ্ন দেখার সময় এসেছে। তোমরা যদি সৎ পথে থেকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাও, তবে সাফল্য অনিবার্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial