কচুয়ায় সড়কের দু’পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়ায় সড়কের দু- পাশে  প্রায় দুই- শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫ ) সকাল ১০ টা কচুয়া বিশ্বরোড এলাকার আকানিয়া মোর থেকে কড়ইয়া ব্রীজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কের দু’পাশে গরে ওঠা পাকা -আদা পাকা, ঘরবাড়ি দোকানপাট প্রায়  দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফার মাইকিং করে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ার জন্য সকাল দশটায় বুলডেজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুরিয়ে দেওয়া হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, কচুয়া বিশ্বরোড এলাকাটি যাতায়াতের অন্যতম মাধ্যম সড়কের দু’পাশে অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। কচুয়াবাসীর স্বপ্ন ছিল সড়কটির দুপাশে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা। এ অভিযান অব্যাহত থাকবে আমরা এই উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, সহকারি প্রকৌশলী মোঃ আবু হানিফ, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial