ক্যান্সার নিয়ে আতঙ্ক না, সচেতন থাকতে হবে -ডাঃ বনি আমিন

আসাদুজ্জামান আসাদ.
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহম্মেদ ফয়সাল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর হাসপাতালের একমাত্র ক্যান্সার বিশেষজ্ঞ, এন্ডো ল্যাপারোস্কোপিক ও বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন ডাঃ মোঃ বনি আমিন।
ক্যান্সার প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে , তাহলে এটি প্রতিরোধ সম্ভব।
ক্যান্সার শরীররে প্রবেশ করে ছোট একটি অংশ নিয়ে।এটি শরীরে ছড়িয়ে পড়ার আগে রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশেষ করে শিশুদেরকে ফার্স্ট ফুড পরিহার করা থেকে বিরত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ নাহিদ হাসান এম ও ,ইউ আই টি সি , মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে , ডেন্টাল সার্জন ডাঃ মোঃ ইয়াসির আরাফাত,এডভান্স ক্যান্সার কেয়ার ইউনিটের পরিচালক ও পুষ্টিবিদ মোঃ ইব্রাহিম খলিল, ইবনে সিনা হাসপাতালের আর এম ও ডাঃ তানভীর আহমেদ ১৩টি ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য প্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial