সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ

সরকারি সা’দত কলেজ প্রতিনিধি:
টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে প্রতিবছর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট থেকে “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫” এর আয়োজন শুরু হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলেজ মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সমাজকর্ম বিভাগ এবং রসায়ন বিভাগ। উক্ত খেলায় রসায়ন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয় “সমাজকর্ম বিভাগ”। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুব্রত কুমার সাহা (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ), জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহিদুজ্জামান (সদস্য সচিব, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা – ২০২৫)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর এস.এম গিয়াস উদ্দিন (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ ও আহবায়ক আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা –  ২০২৫)। উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, সৈয়দ আব্দুল মান্নান বাবুল (সাবেক জিএস, সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ) এবং বদরুদ্দোজা বদর (সভাপতি, করটিয়া ইউনিয়ন বিএনপি)। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হোসেন ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান আকাশ সহ সরকারি সা’দত কলেজ ও হল শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ, সরকারি সা’দত কলেজ ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম টুটুল সহ ছাত্র শিবিরের একাধিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ্, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ সা’দত কলেজ থেকে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা – ২০২৫ এর সার্বিক পরিচালনা করেন সরকারি সা’দত কলেজের ক্রীড়া শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯টি দলে বিভক্ত হয়ে (১৮ টি বিভাগ এবং ডিগ্রি) খেলোয়াড়রা অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায় থেকে আজকের ফাইনাল খেলা উপনিত করেছে তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন খেলা মানুষের মনকে সুন্দর করে এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। খেলা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। আমরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিএনসিসি, রোভার স্কাউট, বাঁধন এই সব সংগঠনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত আছি। এছাড়াও তিনি বলেন কলেজের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। সর্বশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে খেলাকে উপভোগ করা আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা বলেন, দেহ ও মনের প্রশান্তির জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলোয়ারদের প্রতি অনুরোধ করে বলেন খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে খেলা নিষ্পত্তি করতে এবং রেফারি সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়ার জন্য।
শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার তার বক্তব্যে বলেন,  এই খেলার মূলমন্ত্রই হলো সাহস, শৃঙ্খলা প্রতিশ্রুতি এবং অধ্যবসায়। খেলা একটি প্রতিযোগিতার বিষয়। এই খেলাটি হলো প্রত্যেকটি মানুষের জীবনের এক ঘন্টার সংক্ষিপ্ত রূপ। এই খেলা থেকে আমরা শৃঙ্খলা, অধ্যবসয়, পিছিয়ে যাওয়া, এগিয়ে আসা শিখবো, পরিশ্রম শিখবো এবং নিজেদের জীবনের প্রতিফলিত করবো। পরিশ্রমের মাধ্যমে অন্যের ক্ষতি না করে প্রতিযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাবো।
পরিশেষে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম গিয়াস উদ্দিন তার বক্তব্যের শুরুতেই বলেন, উক্ত খেলায় তাকে আহ্বায়ক হিসেবে নিয়োজিত করায় অধ্যক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আজকের এই ফাইনাল খেলার মাধ্যমে এই বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটলো। উভয় বিভাগের খেলোয়াড়রা ভালো খেলা উপহার দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial