পচা আলু বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে নিজেকে জামায়াত কর্মী দাবি!

স্থানীয় বাজারে পচা আলু বিক্রি করতে গিয়ে জনরোষে পড়ে নিজেকে জামায়াত কর্মী দাবি করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায়। বিষয়টি সামনে আসে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে, যা ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাজারে উপস্থিত কিছু ক্রেতা একটি আলুর বস্তা ভর্তি ট্রাকের সামনে ভিড় করেছেন, সেখানে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বলে। সেই সব আলু পঁচা ও দুর্গন্ধযুক্ত এমন অভিযোগ করছেন ক্রেতারা। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে এসব নষ্ট আলু কম দামে দেওয়ার কথা বলে বাজারে আনা হয়েছে প্রতারণার উদ্দেশ্যে। পরে স্থানীয়রা দোকানের মালিককে চ্যালেঞ্জ করলে তিনি জানান ওনি জামায়াত করেন অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত তিনি।

ভিডিও ধারণকারী তাকে বলেন, “বড় ভাই, আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, আপনাকে সম্মান করি, কিন্তু, আপনি কেন বললেন আপনি জামায়াত করেন?” এই প্রশ্নের উত্তরে নিজেকে জামায়াতের দাবি করা সেই ব্যক্তি বলেন, “আপনি পরিচয় চেয়েছেন আমি দিয়েছি।” এরপর ওই ব্যক্তি একজন লোড/আনলোড কর্মচারীর ইউনিফর্ম দেখিয়ে বলেন এই দেখেন এটা জামায়তের। সেই ইউনিফর্মের পিছনে আবার দাঁড়িপাল্লার ছবিও দেখা যায়।

এরপর ভিডিও ধারণকারী ব্যক্তি বলেন, “আপনি ব্যাবসায়ী কি না এটা বলেন, পচা আলু কেন বিক্রি করছেন তা বলেন।” এরপর তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে ভিডিও ধারণ করা সেই ব্যাক্তি বলেন, “আপনি এক বস্তা আলু ঢালেন আমি টাকা দিয়ে দেবো।” এরপর এক বস্তা আলু ঢালা হলে দেখা যায় সব আলুই পচা।

 

ভাইরাল ভিডিও থেকে আরও জানা যায়, সেই ব্যক্তি কুষ্টিয়া থেকে রাজবাড়ীতে এসেছিলেন এসব পচা আলু কম দামে বিক্রি করতে। অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে এই ব্যক্তিকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। তারা বলছেন সাধারণ মানুষকে ঠকিয়ে এভাবে আর কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial