তেঁতুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহসান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : 
পঞ্চগড় তেঁতুলিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, উলামা দলের সভাপতি সোহরাব আলী, শ্রমিক দলের আব্বাস আলী, মৎস্যজীবি দলের আশিক ইকবাল, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। দলের অতীত সাফল্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial