বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তামজিদ রিয়াল , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টির ভারসাম্য রক্ষায় মৎস্য খাতের অবদান অপরিসীম। “মাছে ভাতে বাঙালি”—এই চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে হলে মৎস্যসম্পদ রক্ষা, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষের প্রতি গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মৎস্য খাতে বিপ্লব ঘটছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন— বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি থানার এসআই সবুজ আহমেদ, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী, আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি।
অনুষ্ঠানে একজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial