
পাখির মত
শামীম খান
(সুমন আহমদ) দোয়ারা বাজার সুনামগঞ্জ সিলেট চীপ প্রতিনিধি
আমি যখন ছোট্র ছিলাম
ইচ্ছে ছিল কত,
যখন তখন খেলা ছিল
প্রজাপতির মত__
মনটা ছিল উড়াল পাখি
প্রাণটা কচি ঘাস,
আকাশ ছিল নিত্য সাথী
আমার বারোমাস__
বাঁধনহারা ডানা ছিল
উড়াল দিত দূর,
মনে তখন উঠতো বেজে
উদাস করা সুর__
আকাশ পানে যেই উড়েছি
নাই ঠিকানা জানা,
পাখির মত উড়ে বেড়াই
কেই করিবে মানা__
ইচ্ছে ছিল তখন আমি
সত্যি পাখি হই,
ভবঘুরের পাখি হয়েই
সবুজ বনে রই__
এখন দেখি কমছে আয়ু
হচ্ছে শাদা চুল,
ছোট্র ছিলাম পাখির মতো
বড় হওয়াই ভুল__