নিজেদের সেনার ওপরই ইসরায়েলীদের তান্ডব

পশ্চিম তীরে এবার সংঘর্ষে জড়ালো ইসরাইলি সেনা বাহিনী (আইডিএফ) ও কট্টরপন্থী ইহুদি দখলদাররা। রোববার রাতভর পশ্চিম তীরের বিভিন্ন সেনা স্থাপনায় চালানো হয় তাণ্ডব, হামলা এবং অগ্নিসংযোগ। নজিরবিহীন এই সংঘাত ঘিরে গোটা অঞ্চলজুড়ে ছড়ায় চরম উত্তেজনা।

আইডিএফ সূত্রে জানা যায়, রোববার রাতে পশ্চিম তীরের একটি সেনা ঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে ইহুদি দখলদাররা (সেটেলাররা)। তাদের বাধা দিলে সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে উত্তেজিত বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হয় বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

রামাল্লার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় আগুন ধরিয়ে দেয় কট্টর ডানপন্থী ইহুদিরা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের নজরদারি সরঞ্জাম। এছাড়াও সেনাবাহিনীর বেশ কয়েকটি যানবাহনেও চালানো হয় তাণ্ডব। প্রতিহতের চেষ্টা করলে সেনাদের উপর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষুব্ধ জনতা।

 

পরিস্থিতি সামাল দিতে আইডিএফ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ছয় ইসরাইলিকে আটক করেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের সহিংসতা ‘সহ্যযোগ্য নয়’ বলেও মন্তব্য করা হয়েছে।

 

এই সংঘর্ষ একদিনে সৃষ্টি হয়নি। গেল কয়েকদিন ধরেই পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতিতে হামলা চালিয়ে আসছিল দখলদার ইসরাইলিরা। বিশেষ করে কাফের মালিক নামের একটি ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালানো হয় সম্প্রতি। সে সময় ইসরাইলি সেনারা বাধা দিতে গেলে উল্টো তারাই হয় সেটেলারদের হামলার শিকার। পরে আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় নিরাপত্তাকর্মীরা।

 

 

ফিলিস্তিনিদের উপর দখলদারদের সহিংস তৎপরতা ও ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মধ্য দিয়ে দখলদারদের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সরকার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে অবৈধ বসতি স্থাপনকারীদের উপর কিছু করাকড়ি আরোপ করলে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial