ঘোড়াঘাটে বিকল ট্রাক মেরামত করতে এসে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিস্ত্রি নিহত

সজিব রেজা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে আম বোঝাই বিকল ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম(২৩) নামে এক ট্রাক মিস্ত্রি মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (১৭) নামে মিস্ত্রির সহকারী আহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টার দিকে পৌরশহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইপাহিম ইসলাম পৌরশহরের ১নং ওয়ার্ডের আ.রহিম মিয়ার ছেলে এবং আহত শিমুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার শরিফুল ইসলাম ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঠাকুরগাঁও থেকে আম বোঝাই একটি মিনি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট ফায়ারসার্ভিস স্টেশনের সামনে আসলে ট্রাকটির গিয়ার বক্স বিকল হয়ে যায়। পরে গিয়ার বক্সের বিকল অংশ খুলে বগুড়া থেকে ঠিক করে নিয়ে আসার পর ট্রাকের চালক স্থানীয় দুইজন মিস্ত্রিকে ডেকে আনেন। সেসময় সড়কের পাশে ট্রাকটির গিয়ার বক্স সেট করছিলেন তাঁরা। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই মিস্ত্রি গুরুতর আহত হন এবং তাদের ব্যবহিত একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এসময় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহত দুইজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক ইপাহিম ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে ইপাহিম ইসলাম মারা যান।
ওসি আরও জানান, ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial