সেবায় মানুষের মাঝে বেঁচে আছে সেনবাগের কৃতি সন্তান ফখরুল ইসলাম টিপু

মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি 
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌর শহর ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী,ক্রীড়াবীদ, ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠিতা সভাপতি  ফখরুল ইসলাম টিপু
ভলান্টিয়ার ফর সেনবাগ এর যাত্রা ২০১০ সালে বিশ্ব প্রাকৃতিক সপ্তাচর্য নির্বাচনে সুন্দরবনের জন্য ভোট সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন প্রচারণা ও ভোট ক্যাম্প পরিচালনা করার সময়।
পরবর্তীতে বিভিন্ন সময়ে জাতীয় দিবস সমুহে স্কুল,কলেজের ছাত্র ছাত্রীদের বই,খাতা ও কলম উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হতো।
এমনকি সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভলান্টিয়ার ফর সেনবাগ বাংলাদেশ সরকারের চলচ্চিত্র ও তথ্য মন্ত্রণালয়ের প্রকাশনা মাসিক সচিত্র বাংলাদেশ ও মাসিক নবারুণ ছাত্র ছাত্রীদের উপহার হিসাবে প্রদান করা হতো। শিক্ষা সামগ্রী উপহার হিসাবে প্রদানের পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার কাজ নীরবেই চালিয়ে গেছে “ভলান্টিয়ার ফর সেনবাগ”। পরবর্তীতে ২০২০-২১সালে কাদরা সমাজকল্যাণ ক্লাবের সাথে কাদরা দফাদার সড়কে বৃক্ষরোপনের মাধ্যমে নতুন করে কর্মকাণ্ড শুরু করে ভলান্টিয়ার ফর সেনবাগ। ২০২১/২২ সালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের পরামর্শে তৎকালীন এসিল্যান্ড ক্ষেমালিকা ম্যাডাম তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন।২০২১ সাল থেকে আজ অবধি সেবারহাট থেকে জমিদারহাট,ছমিরমুন্সীরহাট থেকে কুতুবেরহাট,কল্যান্দী থেকে চন্দেরহাট,ছমিরমুন্সীরহাট থেকে কেশারপাড়,সেনবাগ রাস্তারমাথা থেকে কানকিরহাট হয়ে ছাতারপাইয়া,খালপাড়ে বিন্নাগুনী থেকে মগুয়া,কাদরা ইউনিয়ন বোর্ড অফিস সড়কে,উত্তর কাদরা থেকে গোরকাটা বটতলা সড়কে মিলিয়ে আনুমানিক বিশ হাজারেরও বেশি তালবাীজ রোপন করে ভলান্টিয়ার ফর সেনবাগ।
তালবীজ থেকে চারা
 উৎপাদনের হার ৩০-৪০% এর বেশি নয় বিধায় সড়ক সমুহে পুনরায় তালবীজ রোপণ এবং সড়ক সমুহ সহ সেনবাগের অপরাপর সড়কে বিভিন্ন প্রজাতির ফল ও কাঠের চারা রোপণ করার নতুন লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে ” ভলান্টিয়ার ফর সেনবাগ “
সেনবাগের আনাচকানাচে প্রতি বর্ষায় নুন্যতম দশ হাজার গাছের চারা এবং তালবীজ রোপণ করার স্বপ্ন দেখে “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর স্বেচ্ছাসেবীরা।
পাশাপাশি দিনে দিনে সমাজসেবামূলক অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা সবসময়ই চলমান থাকবে।
সর্বোপরি সেনবাগের মানুষের সহযোগিতা,দোয়া ও ভালোবাসা কামনা করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য যে,২০২৪ সালে জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা সমাজসবা অধিদফতর সমাজসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতি স্বরুপ ” ভলান্টিয়ার ফর সেনবাগ” কে সম্মাননা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial