ঝিকরগাছা উপজেলা স্কাউটসের কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায়  ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে কাপ কার্নিভাল-২০২৫ এর উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা সভাপতি  ভুপালী সরকার ও কমিশনার ইসমাইল হোসেন সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় ঘোষাল, সহকারী শিক্ষা অফিসার নাজমুল হক, ইনসট্রাক্টর শিউলি খাতুন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট উপজেলা সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সামাদ, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার, সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক (পিআরএস), যুগ্ম-সম্পাদক মোঃ আবু সাঈদ, কার্নিভাল পরিচালক পুরান্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির (সিএলটি), বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখিফুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসগর আলী।
দিনভর ৩০টি স্কুলের শিক্ষার্থীরা টার্গেট হিট, বধুহার কপালে টিপ, বালতিতে বল নিক্ষেপ, উইকেট ভাঙ্গা, মৎস্য শিকারসহ বিভিন্ন কাব স্কাউটস কর্মকান্ডে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial