চাঁদপুরের কচুয়ায় ওলামাদলের সাংগঠনিক আলোচনা সভা

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কচুয়া উপজেলা  আয়োজনে আলোচনা সভা মঙ্গলবার সকালে কচুয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ওলামাদল কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী ডঃ আ ন ম এহসানুল হক মিলন।
প্রধান বক্তা ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট কাজী মাওঃ আবুল হোসেন। ওলামাদল কচুয়া উপজেলা সভাপতি  মাওলানা নুর আহমাদ আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দল  সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন,ওলামা দল কেন্দ্রীয় সদস্য মাওলানা আঃ ছাত্তার আকন্দ, শরিফ মোঃ সফিউল্লাহ,সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক কাজী আঃ হাই,জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নওশের আলম মিয়া, পৌর বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপি   সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী , পৌর যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার ফরহাদ, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আবেগ, কচুয়া পলিটেকনিকেল কলেজের আহবায়ক মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial